ডঙ্কা, কাঁসড়ের তালে সড়গড়ম মতুয়া মেলা

0
915

মতুয়া মেলা:মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের ২০৭তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে বুধবার ১৪ মার্চ থেকে শুরু হল মতুয়া মেলা,২৪পরগনার ঠাকুরনগর মতুয়া ধামে৷এই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন,সারা ভারত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বীণাপানি ঠাকুর৷দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্য লক্ষ্য পুনার্থীরা এসেছেন মতুয়া ধামে,পঞ্জীকায় স্নানের যোগ না থাকলেও, কামনা সাগরে ভক্তদের স্নানের ভীড় চোখে পড়ার মত ৷মন্দির প্রাঙ্গণ জুড়ে বসেছে মেলা, অতিরিক্ত পুত্বেলিশি বন্দবস্ত থাকায়,খুশি পুর্ণার্থীরা, রয়েছে মেডিকেল টিম’৷ডঙ্কা.কাঁসড়ের তালে সড়গড়ম ঠাকুর নগরের মতুয়া মেলা! -দেশের সময়ঃ

Previous articleচায়ের আসরে সরগরম মতুয়া মেলা
Next articleফের পাক হামলা, সুরক্ষা চান মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here