৯০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সঙ্গে মঙ্গল-বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সাত জেলায়

0
3911

দেশের সময় ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এই সপ্তাহের শেষেই তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তার প্রভাবে আগামী সপ্তাহে মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার আলিপুরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখ অর্থাৎ শনিবার সন্ধেবেলা এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, শুরুতে এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। রবিবারের পর থেকে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে উপকূল সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের থেকে বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এই দু’দিন দক্ষিণবঙ্গের এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুধু ভারী বৃষ্টি নয়, মঙ্গল ও বুধবার উপকূল অঞ্চলে ৬৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঝড়ের প্রভাব ওড়িশা উপকূল ও বাংলাদেশেও পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এই সময়ে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, সোমবার থেকে যেন সমুদ্রে মাছ ধরতে কেউ না যান। যাঁরা এই সময় সমুদ্রে আছেন, তাঁদের রবিবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Previous articleকে হাঁটছে, কে হাঁটছে না আদালতের দেখা সম্ভব নয়,সরকারই যা ব্যবস্থা নেওয়ার নেবে: সুপ্রিম কোর্ট
Next articleকৃষি পরিকাঠামো উন্নয়নে জোর,তৃতীয় কিস্তিতে ১ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here