৫দিন জেরার পর শিলং থেকে কলকাতার পথে রাজীব কুমার

0
826

দেশের সময় ওয়েবডেস্কঃ টানা ৩৬ ঘণ্টা, শিলং-এ সিবিআই দফতরে জেরা শেষ করে অবশেষে কলকাতার পথে পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবার সকাল সাড়ে ন’টায় ওকল্যান্ডে সিবিআই দফতরে পৌঁছন কলকাতার নগরপাল। বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি বেরিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর থেকে। তারপর গাড়িতে রওনা দেন বিমানবন্দরের দিকে। বিকেল চারটের সময় তাঁর বিমান ধরার কথা।

সিবিআই সূত্রে খবর, এ বার গোয়েন্দারা রাজীব কুমারের রেকর্ড করা বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আগামী ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে এই মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই রাজীব কুমারকে সিবিআই-এর মুখোমুখি হতে হয়। শুধু রাজীব কুমার নয়, সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকেও শিলং-এ ডেকে নিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অফিসাররা। পরপর দু’দিন রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কুণালকে। মঙ্গলবারই শিলং থেকে কলকাতায় ফেরেন কুণাল ঘোষ। বুধবার ফিরছেন রাজীব কুমারও।

কলকাতার পুলিশ কমিশনারকে ফের ডাকা হবে কি না, নাকি রেকর্ড করা বয়ান নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টেই যাবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ কমিশনারের সঙ্গে রয়েছেন ডিসি (এসটিএফ) মুরলীধর শর্মা এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম। সিবিআই দফতর থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে একটি ধাবায় মধ্যাহ্নভোজ সারেন রাজীব কুমার। ফের সেখান থেকে রওনা দেন বিমানবন্দরের দিকে। এদিনই কলকাতায় ফিরছেন রাজীব কুমার।

Previous articleবাঙালি আইপিএস অফিসার রীনা মিত্রকে এবার রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টার পদে বসাতে চলেছে রাজ্য সরকার
Next articleসরস্বতী পুজোর কার্নিভাল দেখতে বনগাঁয় মানুষের ঢল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here