সৌরভ গাঙ্গুলিকে পরামর্শদাতা নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস

0
748

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পরামর্শদাতা নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস। নতুন দায়িত্ব পেয়ে খুশি সৌরভ। দিল্লি কোচ রিকি পন্টিংকে দল সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন সৌরভ। তাঁর কথায়, ‘‌দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। দীর্ঘদিন ধরে জিন্দাল ও জিএসডব্লু গ্রুপকে আমি চিনি। এবার ওদের ক্রিকেটীয় বিষয়ের সঙ্গে যুক্ত হলাম। দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার্স এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’‌

আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। অনেক আশা নিয়ে এবার দল গড়েছে তারা। পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল সৌরভকে। ফ্রাঞ্চাইজি মালিকদের আশা, সৌরভের পরামর্শ পেয়ে দল উপকৃত হবে। দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান এর কথায় ‘‌বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মস্তিষ্ক সৌরভ। ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সৌরভের বিরাট অবদান। সৌরভের আগ্রাসন, হার না মানা মানসিকতা দিল্লি ক্যাপিটালসকে উদ্ধুদ্ধ করবে। সৌরভকে পরামর্শদাতা হিসেবে পেয়ে আমরা সম্মানিত। সৌরভের অভিজ্ঞতা, পরামর্শ দলকে সাহায্য করবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

Previous articleতৃমমূল ভাঙিয়েই এ রাজ্যে বিজেপির রাস্তা তৈরি করতে চাইছেন মুকুল রায়
Next articleমুম্বইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে মৃত ৫, আহত ৩৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here