সুযোগ থাকলেও অজিদের কেন ফলোঅন করায় নি ভারত? জানালেন বিরাট কোহলি

0
701

দেশের সময়, ওয়েব ডেস্ক:- ১৩৭রানের ব্যাবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বক্সিং ডে টেস্ট জিতে নিয়েছে ভারত। তবে আশ্চর্যজনক ভাবে ম্যাচে অজিদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করায়নি ভারত। যা নিয়ে ক্রীড়া মহলে শুরু হয়েছিল আলোচনা। ভারতের দেওয়া ৪৪৩রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলেও সেদিন অজিদের ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫১রানে। তবে কেন সেদিন ফলোঅন করালো না ভারত? এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তর দিলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা কখনওই সেভাবে ভাবিনি”। “আমাদের লক্ষ্য ছিল একটা ৪০০রানের ইনিংস”। “সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা সক্ষম হয়েছিলাম”। “কিন্তু ফলোঅন-এর ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল পরপর দুই ইনিংস বল করতে নামলে সেটা বোলারদের পক্ষে একটা বড়ো সমস্যা হতে পারে”। “সেই ভাবনা নিয়েই আমরা ঠিক করি আগে ব্যাটসম্যানরা কিছুক্ষণ ব্যাট করে নিক”। “তাতে বোলাররা বিশ্রাম পাবে, আর তাদের পক্ষে ভালো পারফরমেন্স দেওয়াটা সম্ভব হবে”। “কখনওই আমি নিজে একা কোন সিদ্ধান্ত গ্রহন করিনি, দল কি চাইছে সেটাই তার উপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত”।

Previous article“গোল নয়, লক্ষ্য আই লিগ”
Next articleরাজ্য বিজেপি নেতাদের দিল্লিতে বৈঠকে ডাকলেন অমিতশাহ,তালিকায় প্রায় ৬০০জন নেতার নাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here