দেশেরসময় ওয়েবডেস্কঃ বুধবার রাতে বেনজির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের কাজে হস্তক্ষেপ করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিব মলয় দেকে। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টাতেই নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের পরেই কালীঘাটের বাড়িতে জরুরি সাংবাদিক সম্মেলন ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মুখ্যমন্ত্রী দেখে নিন এক ঝলকে

  • অন্যায় করল বিজেপি গুণ্ডারা। কোথায় অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, তা না আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল।
  • অমিত শাহ গণ্ডগোল করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
  • কলকাতায় দাঙ্গা করেছে, অনেক কষ্ট করে মানুষকে শান্ত রেখেছি।
  • মোদী বাংলায় এলেন, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে দুঃখপ্রকাশ করেননি।
  • অমিত শাহ ইলেকশন কমিশনকে হুমকি দিয়েছেন। তার জন্যই কি এটা হল?
  • যে হিংসা ভোটে হয়েছে, তা কেন্দ্রীয় বাহিনী করেছে। রাজ্যের পুলিশ থাকলে এটা হতো না।
  • মোদী পাগলের মতো বলছেন, তিনশ আসন পাবেন। উনি কি ইভিএম মেশিন ট্যাপ করেছেন?
  • রাজীব কুমারের উপর এতো রাগ কেন? নাকি টাকা ধরছে বলে রাগ?
  • পঞ্চাশটা শো কজ খেতে রাজি আছি বাংলার জন্য।
  • নজিরবিহীন সিদ্ধান্ত, ৩২৪ ধারা প্রয়োগ করতে পারে না নির্বাচন কমিশন।
  • কেন অমিত শাহকে শো কজ করল না নির্বাচন কমিশন?
  • বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বাংলায় অসন্তোষ রয়েছে, তাই কি মুখ ঘোরাতে এই সিদ্ধান্ত?
  • কাল নরেন্দ্র মোদীর মিটিং রয়েছে বাংলায়, তা শেষ হলেই ভোট প্রচার শেষ? এটা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।
  • গদ্দারের কথায় পুলিশের অফিসার বদল করেছে।
  • বীজপুরের আইসি বদল করল কেন, গদ্দারের ছেলে বলে।
  • আপনি ভোটে হারছেন, উত্তরপ্রদেশ আপনাকে ভোট দেয়নি, মহারাষ্ট্র দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here