সম্প্রচারে সংযত থাকার নির্দেশিকা,টিভি চ্যানেলগুলিকে

0
846

দেশের সময় ওয়েব ডেস্কঃ পুলওয়ামায় বৃহস্পতিবার দুপুরে সি আর পি এফ জওয়ানদের উপরে ভয়ানক জঙ্গি হামলার পরে দেশব্যাপী যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষিতে বেসরকারি টিভি চ্যানেলগুলিকে তাদের কী কর্তব্য সে সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এ দিন মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি তথা নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও টিভি চ্যানেল যেন এমন কিছু প্রচার না করে যা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, দেশের সংহতির পক্ষে ক্ষতিকর হয়, এবং দেশ-বিরোধী মনোভাব প্রকাশ পায়। এগুলো কঠোর ভাবে যাতে মেনে চলা হয়, তা চ্যানেলগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ১৯৫৫ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন মোতাবেক যাতে অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার হয়, কোনো এ দিক ও দিক না হয়, তা সুনিশ্চিত করতে বিশেষ বিশেষ পরিস্থিতিতে মন্ত্রকের তরফে আগেও নির্দেশিকা জারি করা হয়েছে একাধিকবার

Previous articleলাজংকে ৫ গোল দিয়ে,আই লিগ জয়ের পথে একধাপ এগোল ইস্টবেঙ্গল
Next articleনিরাপত্তার জরুরি বৈঠক ডাকলেন মোদী,প্রশ্ন উঠেছে? তবে কি প্রত্যাঘাতের প্রস্তুতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here