সপ্তাহের প্রথম দিন কেমন কাটবে? দেখুন রাশিফল

0
938

মেষ/ARIES :

মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। সামাজিক ও সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন। শত্রুতা আরও বাড়তে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত অগ্রগতি হওয়ার সুযোগের কোনও সম্ভাবনা নেই। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।

বৃষ / TAURUS :

আজ আশাতিরিক্ত লাভের মুখ দেখবেন। ভাগ্য উন্নতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা কোনও বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন না। আজ ভালমন্দ মিশিয়ে দিন কাটবে। শুভানুষ্ঠানের যোগ আছে।  ব্যবসা-বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। কোথাও অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আজ কথা বলা অতি জরুরি। 

মিথুন GEMINI :

মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। প্রেমের জন্য আজকের দিনটি ঠিক নয় আপনার জন্য।

কর্কট CANCER :

কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। তবে বঞ্চনার শিকার হতে পারেন। অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। আজ বুদ্ধিভ্রমের প্রবল সম্ভাবনা রয়েছে। খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। 

সিংহ LEO :

সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা৷

কন্যা VIRGO :

কন্যার জাতক-জাতিকার দিনটি মোটামুটি কাটবে। প্রেমে বিষয়ে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ী ও আইনজীবীদের জন্য আজ দিনটি শুভ। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। 

তুলা LIBRA :

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে কিছু রহস্যজনক ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। জীবনে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে। অর্থব্যয়ের আশঙ্কা প্রবল।

বৃশ্চিক SCORPIO :

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের আয় রোজগারে কিছু ঝামেলা হতে পারে।  কোনো নিরব হুমকি পেতে পারেন। কাজে অগ্রগতি হতে পারে। সন্তানদের জন্য জন্য অর্থ ব্যয় করতে পারেন। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে।

ধনু SAGITTARIUS :

দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলো শেষমেশ পুনরুদ্ধার করা যেতে পারে। এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে।  

মকর CAPRICORN :

মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। রহস্যজনক কারণে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দু:শ্চিন্তা করতে পারেন। সন্তানদের শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। অন্যমনস্কতার জন্য ছোট খাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কুম্ভ AQUARIUS :

কুম্ভ রাশির জাতক-জাতিকারর দিনটি ভালো যাবে না। আয় রোজগার ব্যহত হতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ। প্রেমের জন্য কেবল আজকের দিনটি শুভ। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ঘটনা ঘটতে পারে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।

মীন PISCES :

মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া টাকা আদায় করা সম্ভব হবে। আজ অন্যান্য জায়গা থেকে প্রাপ্তি যোগ আছে৷

Previous articleজাহাজ-চপারে চড়িনি, পায়ে হেঁটে এসেছি,” ফেসবুক লাইভে শুভেন্দুর কায়দায় প্যাক-আপের উত্তর দিলেন মদন মিত্র
Next articleবঙ্গোপসাগরে নিম্নচাপ, শীতের আমেজে কতটা প্রভাব পড়বে বাংলায় ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here