শীত ফিরবে সপ্তাহান্তে? বৃষ্টি নামবে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে

0
501

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবারের তুলনায় মঙ্গলবার আরও বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এবার মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তার বদলে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
 

পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত আগেই কোণঠাসা হয়েছে, এ বার নামবে বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকালের পূর্বভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বভাস মতো কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রার পারদও বেড়েছে অনেকটাই। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ বেড়েছে দক্ষিণবঙ্গেও পাশাপাশি উত্তরবঙ্গেও। তবে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি র সম্ভবনা জানিয়েছে হাওয়া অফিস। ডুয়ার্সে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে।

এই অকাল বৃষ্টি নিয়ে কৃষকদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। জোরালো বৃষ্টি নামার আগে তারা যাতে খেতের পাকা ফসল তুলে ফেলেন তার পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে যাতে জল না জমে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪৮  ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১২ তারিখ নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখও হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে ১৪ এবং ১৫  তারিখ শুধুমাত্র দার্জিলিং,কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Previous articleকোভিড আক্রান্ত লতা মঙ্গেশকর , রয়েছেন আইসিইউতে
Next articleশীতের সন্ধ্যায় ভিজল দক্ষিণবঙ্গের নানা প্রান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here