রুবি মোড়ের বহুতলে আগুন

0
670

দেশের সময়ওয়েবডেস্কঃ বুধবার সকালে রুবি মোড়ের কাছে বহুতলের দোতলায় আগুন৷ এদিন সকালে আচমকাই ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷
কসবা থানার কাছে রুবি কানেক্টরে অবস্থিত ওই বহুতলে বেশ কয়েকটি ঘর রয়েছে৷ এছাড়াও ওই বহুতলে রয়েছে বেশ কয়েকটি দোকান৷ বুধবার সকাল ন’‌টা নাগাদ আচমকাই ওই বহুতলের দোতলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে একে একে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ ওই বহুতলের দোতলার কাঁচ ভেঙে চলে আগুন নেভানোর কাজ৷ অতিরিক্ত ধোঁয়ার জেরে বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দমকলকর্মীদের অনুমান বহুতলের থাকা কোনও দোকানে দাহ্য পদার্থ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাঁদেরও উপর থেকে নিচে নামিয়ে আনা হয়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Previous articleসত্যাগ্রহ প্রত্যাহার মমতার
Next articleবাঙালির ভ্যালেনটাইন্সডের প্রস্তুতি চলছে জোর কদমে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here