রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি ফোন, ২০ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত ধৃতের

0
996

দেশের সময়: মুম্বাইয়ে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ন’বার ফোন করে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এক ব্যক্তি। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পরপর ওই হুমকি ফোন আসতে থাকে। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মুম্বাইয়ের ডি বি মার্গ থানায় এফআইআর দায়ের হয়। তড়িঘড়ি তদন্তে নেমে অভিযুক্ত বিষ্ণু বিধু ভৌমিককে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ওই ব্যক্তির দক্ষিণ মুম্বাইয়ে একটি জুয়েলারি দোকান রয়েছে। কী কারণে সে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে বারবার ল্যান্ড লাইনে ফোন করেছিল, এর পিছনে আর কারা রয়েছে তা জানতে আদালতের কাছে ধৃতকে হেফাজতে চায় পুলিশ। তাছাড়া ধৃতের বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধের নজির রয়েছে বলে আদালতে দাবি করে পুলিশ।

অন্যদিকে, ধৃতের আইনজীবী জানান, তাঁর মক্কেল মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। আদালত ধৃতকে ২০ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানির দক্ষিণ মুম্বাইয়ের বাড়ির কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বাজেয়াপ্ত হয়। ওই ঘটনায় তৎকালীন পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়।

Previous articleDurga Puja 2022: বাইশে বৈঠক! দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণার পথে মুখ্যমন্ত্রী ?
Next articleBJP : হাতে লাঠি রাখুন, কর্মীদের বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, বিতর্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here