রাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
401

মেষ
শরীর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সতর্কতা নেওয়া বাধ্যতামূলক।
অর্থ পরিবারের বড়দের কথা শুনে চলুন। অযথা ব্যয় করবেন না।
প্রেম কাছের মানুষের মেজাজ খারাপ থাকতে পারে, সামলে চলুন।

বৃষ
শরীর পেটের গণ্ডগোল হতে পারে। রাস্তার কাটা ফল, ভাজাভুজি এড়িয়ে চলুন।
অর্থ দিনের শেষভাগে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। তার আগে পর্যন্ত চেষ্টা করুন বুঝে খরচ করতে।
প্রেম প্রিয় মানুষটি আজ দেবদূতের মতো আচরণ করবেন। তাঁর ব্যবহারে আপনি অবাক হয়ে যেতে পারেন।

মিথুন
শরীর আরামেই থাকবেন আজ। হাতে কাজ অল্প থাকবে। পরিবারকে সময় দিন।
অর্থ সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসেন, তাঁদেরকে এড়িয়ে চলুন।
প্রেম কাছের মানুষের সাথে সময় কাটান। বাকি সব কিছুকে গুরুত্ব না দিলেও চলবে।

কর্কট
শরীর সুস্থ থাকতে সকালে হাঁটুন। নিজেকে সৃষ্টিশীল কাজের মধ্যে রাখুন।
অর্থ আজ কিছু জরুরি অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা আপনাকে সাহায্য করবেন এ বিষয়ে।
প্রেম ভালোবাসার মানুষটিকে তাঁর যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন, নইলে সম্পর্কটা ভেস্তে যেতে পারে।

সিংহ
শরীর সুস্থ থাকতে শরীর বুঝে খাবার খান। বেশি খাবার খেলে শরীর খারাপ করতে পারে।
অর্থ নতুন কিছুতে বিনিয়োগের কথা ভাবতে পারেন আজ। তবে অযথা তাড়াহুড়ো করবেন না।
প্রেম দুজনে মিলে কথা বলুন, একটু সময় দিন পরস্পরকে। ভবিষ্যৎ নিয়ে কথা বলুন দুজনে।

কন্যা
শরীর নেশা ছেড়ে দিন। আজ মদ্যপানের অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য খুব ভালো দিন। সুস্থ থাকার চেষ্টা করুন।
অর্থ প্রচণ্ড বেশি উত্তেজনায় হয় তো আজ অনেক কাজ করে ফেলবেন, তা থেকেই অনেকটা টাকাও চলে আসবে হাতে।
প্রেম আজ সঙ্গীকে অফুরান সময় দিতে পারবেন আপনি। তাই দিনটা বেশ মসৃণ কাটবে দুজনের।

তুলা
শরীর শারীরিক পরিশ্রম আজ লম্বা রাস্তা ভ্রমণের ক্ষেত্রে আপনার অসুবিধা করতে পারে। তাই বাড়িতে থাকুন, বিশ্রাম করুন।
অর্থ চেষ্টা করবেন অপ্রয়োজনীয় টাকা খরচ না করতে। যা আছে, তা দিয়ে মানিয়ে নিন।
প্রেম কাছের মানুষের আলস্য আজ আপনাকে বিরক্ত করবে। তবে মাথা ঠাণ্ডা রাখতে হবে।

বৃশ্চিক
শরীর মেজাজ খারাপ করে ফেলবেন বারবার আজ, তাতে আপনারই সমস্যা বাড়বে। আজ প্রেশার, কোলেস্টরল বাড়ার সম্ভাবনা আছে। নিজের খেয়াল রাখুন।
অর্থ আগামী দিনের জন্য আজ বিনিয়োগ করুন, আপনার জন্য লাভজনক হবে।
প্রেম সন্দেহ করবেন না সঙ্গীকে। ভরসা করুন, সম্পর্ক মজবুত করুন।

ধনু
শরীর রাস্তাঘাট দেখে পার হবেন। আজ দুর্ঘটনার সম্ভাবনা আছে।
অর্থ আপনার বাড়তি টাকাপয়সা একটি নিরাপদ জায়গায় রাখুন, ভবিষ্যতে কাজে দেবে।
প্রেম বিবাহিত যাঁরা, তাঁদের আজ নিজেদের মধ্যে প্রেম বেড়ে যাবে। সেটাকে মজবুত করুন।

মকর
শরীর আবেগ থেকে আজ সব কাজ করতে গিয়ে শরীরটা হয় তো খারাপ করে ফেলবেন। চেষ্টা করুন, ঠাণ্ডা মাথায় সব কাজ করতে। তাতে প্রেশার বাড়ার সমস্যাও অনেকটা কমে যেতে পারে।
অর্থ বন্ধু এবং আত্মীয় পরিজনদের দিকে নজর দিতে গিয়ে আজ পকেটে টান পড়বে। সকলকে খুশি করা খারাপ নয় ঠিকই ,তবে নিজের সঞ্চয়ের কথাও মাথায় রাখুন।
প্রেম ভালোবাসার মানুষ আজ আপনাকে আনন্দে রাখবেন। দেখবেন উনি আজ নিজে হাতে রান্না করে আপনাকে খাইয়ে তৃপ্তি দেবেন।

কুম্ভ
শরীর দারুণ এনার্জেটিক থাকবেন আজ। তাই সব কাজ বাকি দিনের চেয়ে বেশি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন।
অর্থ বিনিয়োগ করার আগে বারবার ভাবনা চিন্তা করে নেবেন। পরবর্তী সময়ে এই বিনিয়োগ খুব একটা লাভজনক নাও হতে পারে।
প্রেম আজ কাছের মানুষের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

মীন
শরীর হতাশার অন্ধকারে ডুবে থাকা অর্থহীন। চেষ্টা করুন, ভালো গান শুনতে, বই পড়তে। তাতে শরীর মন দুই থাকবে চাঙ্গা।
অর্থ সকলকে খুশি করতে গিয়ে অযথা নিজের সর্বস্ব দিয়ে দেবেন না। টাকা পয়সা জমানোর চেষ্টা করুন।
প্রেম আত্মীয়-পরিজনরা আজ প্রেম জমাট বাধাতে সাহায্য করবেন। তাই তাঁদের সাথে খারাপ ব্যবহার একেবারেই করবেন না।

Previous articleপুলওয়ামার বর্ষপূর্তি,শহিদ বাবলু সাঁতরাকে স্মরণ করছে উলুবেড়িয়া
Next articleআজ ‘ভ্যালেন্টাইনস ডে’, কোথায় সযত্নে আজও রাখা আছে ভালোবাসার ঈশ্বরের হৃদপিণ্ড!দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here