দেশের সময় ওয়েবডেস্ক:এবার থেকে রাজধানী, দূরন্ত সহ বাতানুকূল একাধিক ট্রেনে আসন সংরক্ষণ ব্যাবস্হা শুরু হবে মহিলাদের জন্য। বছরের শেষ মুহূর্তে এমনি সু-সংবাদ শোনালো রেল। সূত্রের খবর, মহিল‍াদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেই এমন ব্যাবস্হা নেওয়া হয়েছে। সংরক্ষণের ক্ষেত্রে সকল বয়সের মহিলারা এই সুবিধার অধিকারী হবেন। বর্তমানে মহিলাদের জন্য ৬টি করে আসন সংরক্ষিত রয়েছে এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে। পাশাপাশি প্রতি কামরায় ছটি করে লোয়ার বার্থ বিশেষ সংরক্ষণের আওতায় প্রতিটি দূরপাল্লার ট্রেনে বরাদ্দ থাকে। যা এসি টু ও এসি থ্রি ক্লাসের জন্য সংখ্যায় তিনটি। তবে এই বিশেষ সংরক্ষণের সুবিধে রাখা হয়েছিল প্রবীণ যাত্রী ও গর্ভবতী মহিলাদের জন্য। এই ক্যাটাগরিতে রাজধানী ও দূরন্ত এক্সপ্রেসের চারটি করে লোয়ার বার্থ সংরক্ষিত ছিলো। আর এবার সেখানেই আসছে পরিবর্তন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here