রহস্যজনক ভাবে বাতিল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিতর্কসভা

0
1213

দেশের সময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল হওয়ার কথা মনে পড়ে! অথবা শেষ মুহূর্তে সেন্ট স্টিফেন্সে বক্তৃতা বাতিল হওয়ার ঘটনা!

বুধবার দুপুর ২টো পর্যন্তও ঠিক ছিল, আড়াইটের সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বিতর্কসভায় বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে চার মাস আগে এ ব্যাপারে কথা বার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাদের সম্মতি দিয়েছিল নবান্ন।

অথচ বুধবার দুপুর ২টোর সময়ে হঠাৎই একটা ই-মেল বার্তা পৌঁছয় নবান্নে। তা আসে অক্সফোর্ড ইউনিয়ন থেকেই। তা বলা হয়েছে, অনিবার্য কারণে সেই বিতর্কসভা বাতিল করা হল।

তৃণমূল তথা বর্তমান সরকার এ ব্যাপারে ঘরপোড়া গরু। কারণ, এর আগে এমন ঘটনার অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের আগেও হয়েছে। মুখ্যমন্ত্রী শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবেন। সেখানে স্বামী বিবেকানন্দর নামে চেয়ার রয়েছে। সব ঠিকঠাক। শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেল। সে নয় গেল। তার পর মমতা বন্দ্যোপাধ্যায় চিন সফরে যাবেন। কলকাতা ও কুনমিংয়ের মধ্যে এমনিই সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। তার প্রসার ঘটানোর উদ্যোগ নিতে চাইছিল নবান্ন। তাতেও বিদেশ মন্ত্রকের অনুমতি মিলল না।

তার পর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ঘটনা তো মাইলফলক!
রাজধানীর ওই অভিজাত কলেজে ২০১৮ সালের ১ অগস্ট ছাত্রছাত্রীদের দু’টি সংগঠন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তৃতার আয়োজন করেছিল। বিষয়বস্তু ছিল, ‘ভারত নামক ভাবনা’। নেহরু-গাঁধীর ভারতই যে প্রকৃত ভারত, সে বিষয়েই বলার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু ঠিক দু’দিন আগে, আয়োজকদের তরফে মুখ্যমন্ত্রীকে ওই অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়।


এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা বাতিল হয়ে যাওয়ার পর নবান্ন বা দলের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। তবে ঘরোয়া আলোচনায় অনেকে উষ্মা প্রকাশ করেছেন তো বটেই। দলের এক প্রবীণ নেতার কথায়, “শিকাগো, চিন, সেন্ট স্টিফেন্সের পর এবার অক্সফোর্ড! মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-আরএসএস-এর ঘুম কেড়ে নিয়েছেন। কিন্তু ওরা যত চেষ্টাই করুক, দিদিকে দমিয়ে রাখা যাবে না।”

আর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি টুইটে শুধু বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই উদ্যোক্তারা এই অনুষ্ঠান স্থগিত করেছেন। শেষ মুহূর্তে এই অনুষ্ঠানের দিন বদল করা হয়েছে।” টুইটে আরও বলা হয়েছে, “উদ্যোক্তাদের তরফে ফোন করে এই কথা জানানো হয়েছে। অক্সফোর্ড ইউনিয়নের আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”


জুলাই মাসে এই বিতর্কসভায় যোগ দিতে মমতাকে অক্সফোর্ড যাওয়ার আমন্ত্রণ জানায় অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি। তাতে আহ্লাদিত ছিল প্রশাসনও। কারণ, অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কের গরিমা অবিসংবাদিত। একাধিক মার্কিন রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী, অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল জ্যাকসন অতীতে ওই বিতর্কে অংশ নিয়েছেন। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কে অংশ নেবেন ধরে নিয়ে প্রায় ৬০০ প্রশ্ন এসেছিল অনলাইনে। মূলত ছাত্র-ছাত্রীরাই সেইসব প্রশ্ন পাঠিয়েছিলেন। তার উত্তর এদিন দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষমেশ ব্যাপারটির একটি তিক্ত পরিণতিই হল।

Previous articleরাজ্যে কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম
Next articleলক্ষ্মীবারে ভাগ্যবদল! জানুন আপনার রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here