রচিত হতে পারে নতুন ইতিহাস”

0
738

দেশের সময় ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়াও। ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং-এর মতো প্রাক্তনীরা আগেই জানিয়েছিলেন, “সিরিজ অস্ট্রেলিয়ার দখলে যাবে”। যদিও সেই পথে হাটলেন না স্টিভ। বরং তিনি মনে করেন, “এবার রচিত হতে পারে নতুন ইতিহাস”। “প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের”। “বিরাটরা এই সিরিজের জন্য সম্পুর্ন প্রস্তুত হয়ে এসেছে তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হবে”। “পাশাপাশি বিরাট কোহলির মতো ক্রিকেটার যে কোন দলের জন্য অতিরিক্ত অক্সিজেন বহন করে”। “এই সিরিজেও ও নিজের সেরাটা দিয়ে খেলবে”।

Previous articleশিলিগুড়ি বাজারে ভয়াবহ আগুনে পুড়ল ৫টি দোকান
Next articleবেজে উঠলো প্র‍াক্তনের ফোন, “আগামীকাল আসছেন তো”?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here