রংপেন্সিল

0
917

পরিচালক রাজেশ্বর চক্রবর্তীর আগামী স্বল্প দৈর্ঘ্যের ছবি রংপেন্সিল| আজকের সামাজিক স্বার্থপরতা ও সঙ্কীর্ণ মানসিকতার যুগে এক ব্যাতিক্রমী উপস্থাপনা| একটি শিশুর মানসিক গভীরতা ও মূল্যেবাধের কাহিনী যেন সমাজের অনেক তথাক থিত আধুনিক ও শিক্ষিত মানুষের কাছে দৃষ্টান্ত মূলক ।একটি শিশু হঠাৎ স্কুল থেকে বাড়ী এসে নেড়া হবে বলে পরিবারের কাছে বায়না করে। পরিবারের কেউ রাজী হয়না বরং কারণ জানতে নাচেয়ে তাকে বকাবকি করে। অবশেষে তার বাবা তার ইচ্ছে কে মেনে নেয়। পরের দিন শিশুটিকে স্কুলে পৌছে দিতে গিয়ে তার বাবা জানতে পারে আসল কারন ।শিশুটির এক সহপাঠীর কেমো চিকিৎসা চলাতে সেও নেড়া ও বন্ধুদের বিদ্রুপের শিকার ।গল্পের কেন্দ্র বিন্দু ওই শিশু পিয়ালী তাই সহপাঠীর পাশে থাক তে চেয়ে নিজে নেড়া হবার সিদ্ধান্ত নিয়েছে|অভিনয়ে রয়েছেন তপতী মুন্সী, পারমিতা মুখার্জী, অনিন্দতা সরকার, অরূপ কুমার, অঙ্গিরা কর্মকার|প্রযোজক অরপ কুমার দে । সঙ্গীত পরি চালক জয়দীপ সিনহা৷চিত্রগ্রাহক মলয় মণ্ডল।

Previous articleদিল্লির নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেওয়ার আগেই উদ্ধার বাংলাদেশের কিশোরী
Next articleট্রাভেলগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here