রমন ভৌমিক: নয়ডা:রবিবার ভোররাত দেড়টা নাগাদ মথুরার সুরিরে যমুনা এক্সপ্রেসওয়ের উপর ৮৫ নম্বর মাইলস্টোনের কাছে। সুরির থানা সুত্রে জানাযায়, নয়ডার দিক থেকে আসা তরল পেট্রোলিয়ামবোঝাই ট্যাঙ্কারটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তেলবোঝাই ক্যাপসুল ফেটে গিয়ে আগুন ধরে যায়।
ট্যাঙ্কার সহ আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকেও। খবর পেয়ে তখনই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিস এবং দমকল। এরই মধ্যে অন্য একটি এলপিজিবোঝাই ট্যাঙ্কার দ্রুতগতিতে এসে জ্বলন্ত ট্যাঙ্কারে ধাক্কা মারলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রাস্তার ধারে ছড়িয়ে রাখা বাজরার খড়ে আগুন ধরে গেলে তা তীব্র আকার নেয়। সেই সময় ওই লেন দিয়েই আসা দুটি ছোট গাড়িতেও আগুন লেগে যায়।
স্থানীয় সুত্রের খবর,জখম হন দুটি গাড়ির মোট তিনজন আরোহী। তাঁদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁরা মথুরা হাসপাতালে ভর্তি। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলের পাশে থাকা একটি বাড়িও আংশিক পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। সকাল ৬টা থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ফের স্বাভাবিক হয়। দুটি ট্যাঙ্কার এবং ট্রাকচালক পলাতক। তাদের খোঁজ চলছে। তদন্ত শুরু হয়েছে।