দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রীর সঙ্গে আধ ঘণ্টার বৈঠকে করোনার টিকা সরবরাহ বৃদ্ধি করার দাবি জানানোর পাশাপাশি রাজ্যের নাম পরিবর্তনের বিষয়েও তৎপর হতে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী৷ এ দিন প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় তিরিশ মিনিট কথা হয় দু’ জনের মধ্যে৷ ৷
বৈঠক শেষে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। জানালেন, আজকের সাক্ষাৎ ছিল সৌজন্যের। তবে তার মধ্যেও একাধিক বিষয় উত্থাপন করেছেন বলে জানালেন। বিশেষ করে ভ্যাকসিন সরবরাহের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা। তিনি বলেন, ‘কোভিড নিয়ে কথা হয়েছে। যে টিকা ও ওষুধ তিনি পাঠিয়েছিলেন, জনসংখ্যার তুলনায় তা অনেক কম। অন্য রাজ্যকেও দেওয়া হোক তাতে কোনও আপত্তি নেই, কিন্তু আমাদের জনসংখ্যা অনুযায়ী অনেক রাজ্যের থেকে কম পেয়েছি।
তৃতীয় ঢেউ আসার আগে যাতে টিকাকরণ সম্পূর্ণ করা যায়, সেই অনুরোধ করেছি।’ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়েও মোদীর কাছে দরবার করেছেন মমতা। তিনি জানালেন, ‘বিষয়টা অনেকদিন ধরে পড়ে আছে, তাই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি দেখবেন বলেছেন।’
মোদী কী বললেন, সেকথা জানতে চাইলে মমতা বলে দেন, ‘প্রধানমন্ত্রী কী বললেন তা আমার বলা ঠিক হবে না।’ কথা বলার ফাঁকেই বার বার সাংবাদিকদের মুকুল রায়ের বাসভবনে উঠে আসতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃষ্টির তেজ বাড়লে তিনি সবাইকে বলেন, ‘বৃষ্টি ভিজবেন না, ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে। আপনাদের তো বলেছিলাম মুকুলের বাড়িতে আসতে।’ রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা ছিল মমতার। কিন্তু তিনি জানালেন, টিকার দুই ডোজ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে। এই কারণেই বৈঠক নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ট্যুইটও করে প্রধানমন্ত্রীর দফতর৷
West Bengal CM @MamataOfficial called on PM @narendramodi. pic.twitter.com/KY8vEYmPwp
— PMO India (@PMOIndia) July 27, 2021
এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পেগাসাস বিতর্কেও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকা৷ এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তেরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মমতা৷