মৃত্যুর গুজব উড়িয়ে কারখানার উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম

0
2034

দেশের সময় ওয়েব ডেস্কঃ  ১১ এপ্রিল থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি। গোটা বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়েছিল মারাত্মক অসুস্থ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কয়েক দিন পরে তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এলেন তিনি।

উত্তর কোরিয়ার এক সংবাদমাধ্যম অনুযায়ী খবর, শুক্রবার একটি সার তৈরির কারখানার উদ্বোধন করেন কিম। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে কিম জং উন আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অতিথি ও অন্যান্য ব্যক্তিরা আনন্দে চিৎকার করে ওঠেন। তাঁরা হাততালি দিয়ে স্বাগত জানান কিমকে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কারখানার উদ্বোধন করার পরে সেখানে কিছুক্ষণ সময়ও কাটান কিম জং উন। ঘুরে দেখেন কারখানা। কী রকম ব্যবস্থা রয়েছে তা দেখেন। কী ভাবে উৎপাদন বাড়ানো যেতে পারে, তার কিছু পরামর্শও দেন তিনি।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন উত্তর কোরিয়ার একনায়ক। তিনি বলেন, তাঁর ঠাকুরদা কিম II সুং ও বাবা কিম জং II শুনলে খুব খুশি হতেন যে আধুনিক ফসফেটিক সার তৈরির কারখানা কাজ শুরু করেছে উত্তর কোরিয়াতে। এই অনুষ্ঠানে কিমের বোন, উপদেষ্টা ও আরও কিছু আধিকারিক উপস্থিত ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানের ছবি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি।

১১ এপ্রিল এক বৈঠকের পর থেকেই দেখা মিলছিল না কিমের। ১৫ এপ্রিল তাঁর ঠাকুরদার জন্মদিনেও কিমকে দেখা যায়নি। উত্তর কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে এই দিনের গুরুত্ব অসীম। তাই খুব ধুমধাম করে পালন হয় এই দিন। এখানেও কিমকে না দেখা যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়।

কয়েক দিনের মধ্যে শোনা যায় গুরুতর অসুস্ত হয়ে পড়েছেন কিম জং উন। এমনকি তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তাঁর পরে তাঁর কাকা, না বোন, কে উত্তর কোরিয়ার সিংহাসনে বসবেন তা নিয়েও জল্পনা শুরু হয়। তারমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি জানেন কিম কোথায় আছেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়-ইনও জানান, সুস্থ আছেন কিম। তারপর অবশেষে সবার সামনে এলেন তিনি।

Previous articleশর্তসাপেক্ষে সরকারি ও বেসরকারি অফিস খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Next articleলকডাউনে সংবাদপত্রগুলোর ক্ষতির আশঙ্কা অন্তত ১৫ হাজার কোটি টাকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here