মমতাই হবেন প্রধানমন্ত্রী, মোদির সভার পাল্টা সভা হবে গাইঘাটায় জ্যোতিপ্রিয়

0
837

দেশের সময় ওয়েবডেস্কঃউত্তর২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার ৭২ ঘণ্টার মধ্যে পাল্টা সভা করবে তৃণমূল৷ এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে মোদির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বড় মিছিল করবে তৃণমূল। খাদ্যমন্ত্রীর অভিযোগ, ঠাকুরবাড়ির প্রাঙ্গণে বিজেপি–র নেতারা ঢুকতে পারেন না এবং ওখানে জয় শ্রীরামও বলা হয়েছিল। এ সব করে বিজেপি কিছু করতে পারবে না বলে জ্যোতিপ্রিয় জানান। তিনি আরও বলেন, ‘‌মোদি এলেও বিজেপি শূন্য পাবে, না এলেও শূন্য পাবে। স্থানীয় মানুষ বিজেপি–র ওপর ক্ষেপে আছে। ধর্ম নিয়ে ভোট চাইতে আসছেন মোদি। বড়মা বীণাপাণি ঠাকুরের বাড়ি অরাজনৈতিক স্থান। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ২১ বছরের। মতুয়াদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন। মোদি নিশ্চয়ই আসবেন। তিনি আসুন। যে মাঠে ধর্মীয় উৎসব চলছে, সেখানে কেন সভা করতে চাইছেন?‌’‌ জ্যোতিপ্রিয় বাবু বলেন, ‘‌আগামী দিনে মমতাই হবেন প্রধানমন্ত্রী। ভারতের মানুষ এটাই দেখতে চান।’‌ তিনি বলেন, ‘‌উত্তর ২৪ পরগনা জেলায় ৫টি লোকসভা আসন। প্রতিটি আসনে তৃণমূল জিতবে। ব্যবধান ১ লক্ষের বেশি হবে। ‌তবে আগামী ২ ফেব্রুয়ারি একই দিনে একই স্থানে দুটি সভার দিকেই কড়া নজড় রাখছে রাজনৈতিক মহল সহ সাধারন মানুষ৷

Previous articleজোট রাজনীতির অঙ্ক পাল্টে দিয়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর
Next articleপ্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নানডেজ প্রয়াত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here