দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকালে মধ্য দিল্লির একটা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত কুড়ি জন। ঘটনাস্থলে তিরিশটিরও বেশি দমকলের গাড়ি পাঠানো হয়েছে।
The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019
এদিন সকালে রাণী ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় ওই আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা অবশ্য পরিষ্কার নয়। কারখানার মধ্যে ৫০ জন বা তারও বেশি শ্রমিক ছিলেন। যাঁদের বেশিরভাগই ছিলেন ঘুমের মধ্যে। ফলে কোনও কিছু টের পাওয়ার আগেই আগুন তাঁদের গ্রাস করে নেয়।
In absence of Ambulance, the injured were shifted to a hospital in Auto-rickshaw. Total 43 workers killed in the incident. #Delhifire pic.twitter.com/XvWhxoUxOK
— Saurabh Trivedi (@saurabh3vedi) December 8, 2019
অবস্থায় কুড়ি জনকে ভর্তি করা হয়েছে কাছে রাম মনোহর লোহিয়া ও হিন্দু রাও হাসপাতালে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার সূবরকম চেষ্টা করছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের।”