ভুল অংক:

0
970

শ্রাবনী বগি প্রযোজিত শ্রীপঞ্চানন ফিল্মস এর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ভুল অংক।অভিনয়ে ভিভান, মেঘনা হালদার, পল্লবী চ্যাটার্জী, তমাল রায় চৌধুরী, পূজা,প্রণব বিশ্বাস, কাঞ্চন মল্লিক প্রমুখ।চিত্রগ্রহণে উজ্জ্বল ভট্টাচার্য্য।সম্পাদনায় এম.সুম্মিত।কাহিনী, সংলাপ ও পরিচালনায় সুশান্ত পাল চৌধুরী।সংগীতে কে. ডি মধ্যম।কন্ঠ দিয়েছন সুদীপ ভৌমিক, জুন ব্যানার্জী, জুবিন গর্গ।বীথিকা মাস্টার ডিগ্রী করতে বিলেত থেকে আসে। বীথিকার বাবা শ্যামল বাবু বড় ব্যাবসায়ী।শ্যামলবাবুর ব্যাবসা প্রতিষ্ঠানের এক সৎ ও ভদ্র কর্মচারী হল পবিত্র৷পবিত্র খ্রীস্টান পারিবারের৷ বীথিকা ও পবিত্রর মধ্যে এক সুন্দর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।শ্যামল বাবু এই সর্ম্পক মেনে নেন না এবং কায়দা করে বীথিকাকে দিয়ে পবিত্র কে অপমান করান।এরপর বিভিন্ন ঘটনা চক্রে কাহিনী এণিয়ে চলে।বাকিটা সিনেমার পর্দাতে দেখলে চোখ সরাতে ইচ্ছে করবেনা।শীঘ্রই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে ৷

Previous article১৯ এর নির্বাচনে শুভেন্দুই মমতার প্রধান সেনাপতি :
Next articleকৃষি কথাঃ জলদি জাতের ফুলকপি চাষ, লাভ অনেক বেশী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here