বিবাহের সুখবর আসতে পারে, ভ্রমণেরও নতুন কোনও খবর পেতে পারেন- দেখুন আজকের রাশিফল

0
737

মেষ-চাকরি ক্ষেত্রে অসাবধনতা হলে চলবে না।  দৌড়ঝাঁপ হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। 

বৃষ- এই রাশির জাতকদের রয়েছে অর্থলাভের সম্ভাবনা।  থেমে যাওয়া কোনও কাজ শুরু হতে পারে। সেইসঙ্গে আসতে পারে ভ্রমণের সুসংবাদ।

মিথুন- পরিবারে শান্তি বজায় থাকবে।  বড় কোনও কাজে সাফল্য পেতে পারেন। রয়েছে অর্থলাভের সম্ভবনাও।

কর্কট- এই রাশির জাতকদের কেরিয়ার দিক থেকে সাফল্য পেতে পারেন। বিয়ে ঠিক হতে পারে। অর্থলাভের যোগ রয়েছে।

সিংহ- নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আর্থিক দিকে ক্ষতির সম্ভবনা থেকে সতর্ক থাকুন।

কন্যা- কাজের প্রচুর চাপ আসতে পারে। অর্থলাভের যোগ রয়েছে। হাড়ের সমস্যা হতে পারে। 

তুলা- এই রাশির জাতকদের রয়েছে অর্থলাভের সম্ভাবনা। চাকরিতে বড় ধরনের কোনও পরিবর্তন হতে পারে।  সম্পত্তি নিয়েও সমস্যার সমাধান হতে পারে।

বৃশ্চিক- ভ্রমণের বিষয়েও কোনও সংবাদ পেতে পারেন। অর্থলাভের পরিস্থিতি ভালো। নতুন কোনও সম্পর্ক শুরু হতে পারে।

ধনু- সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা আসতে পারে। একটু দৌঁড়ঝাঁপ হতে পারে। পুরনো বন্ধুর সাহায্য পাবেন। 

মকর- এই রাশির জাতকদেক ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। পরিবারিক কোনও সমস্যার সমাধান হতে পারে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। 

কুম্ভ- নিজের স্বাস্থ্যে প্রতি যত্নবান হতে হবে।  আর্থিক দিক দিয়েও উন্নতি হতে পারে। নিরর্থক চিন্তা থেকে দূরে থাকা উচিত।

মীন- বিবাহের ক্ষেত্রে কোনও সুখবর আসতে পারে।  স্বাস্থ্য ভালো থাকবে। সেই সঙ্গে অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

Previous articleমোদীকে একটা সুযোগ দিন,পাঁচ বছরেই সোনার বাংলা!’মমতার সরকারের পতন অনিবার্য অমিত শাহ
Next articleস্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ করতে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিজারির পর রোজগারের আশায় গৃহশিক্ষকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here