বিজেপির বিরুদ্ধে বনগাঁর কাউন্সিলরদের অভিযোগ দায়ের

0
1752

দেশের সময় ওয়েব ডেস্কঃ অভিযোগ এবং পাল্টা অভিযোগে এখন সরগরম বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি। বুধবার বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বনগাঁ পৌরসভার কাউন্সিলেরা জেলার এক বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন।

এদিন বনগাঁ পৌরসভার ১৯ জন তৃণমূল কাউন্সিলরের সই সম্বলিত প্রতিবাদপত্র মহকুমা শাসকের কাছে জমা দেন কাউন্সিলরদের এক প্রতিনিধিদল। অভিযোগ গত ১২ তারিখ বাটা মোড়ে ভারতীয় জনতা পার্টির সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়।

সেই পথসভা মঞ্চ থেকে বিজেপি নেতা দেবদাস মন্ডল নির্বাচনের পর বনগাঁ পুরসভার বিরুদ্ধে অনাস্থা আসবে বলে দাবি করেন। এর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের কাউন্সিলররা। তাদের দাবি বিজেপি নেতার ওই বক্তব্যের পর তাদের সম্মানহানি হয়েছে, এবং বিষয়টি নির্বাচন বিধিভঙ্গ করেছে।

তারই প্রতিবাদ জানিয়ে এ দিন মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। নির্বাচন দপ্তর দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Previous articleআমরা ন্যাশনাল বিদায় সার্টিফিকেট দেবো বিজেপিকে, সামসিতে বললেন মমতা
Next articleবনগাঁয় তৃণমূলের মহা মিছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here