বাগদার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগকারী নিখোঁজ তরুণী উদ্ধার

0
753

দেশেরসময় বাগদা: বাগদায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগকারিণী ছাত্রী নিখোঁজ হবার পর অবশেষে তার সন্ধান পেল পুলিশ। রবিবার গভীর রাতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বাগদা থানার পুলিশ। ওই ছাত্রীর বাবা মনোরঞ্জন বিশ্বাস জানান, রাত দুটো নাগাদ বাগদা থানা থেকে ফোন করে জানানো হয় যে তার মেয়েকে পাওয়া গেছে। তারা যেন থানায় দেখা করে। রাতে এ খবর পেয়ে ছাত্রীর মা বাবা বাগদা থানায় যান। সোমবার ওই ছাত্রীকে বনগাঁ আদালতে তোলা হয়৷

প্রসঙ্গত কলেজ পড়ুয়া এই তরুণীকে শ্লীলতাহানির হুমকি, মারধরের অভিযোগ ওঠে বাগদার এক যুব তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। উওর ২৪ পরগনার বাগদার রণঘাট পঞ্চায়েত এলাকার ঘটনা। শুক্রবার ওই তরুণী বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।.

Previous articleচলতে শুরু করল হাওড়া ষ্টেশনের পাখা, বিদায় নিচ্ছে শীত, বেলা বাড়ার সাথে চড়ছে পারদ
Next article‌নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি হবে ৩ মার্চ সকাল ছ’‌টায়,রায় দিল দিল্লি আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here