বনগাঁ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হল

0
602

দেশের সময়, বনগাঁ: তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হল। রবিবার বনগাঁ হাইস্কুলের পাশাপাশি মহকুমার ৬টি জায়গায় এমন শিবিরে ১৪০টি স্কুলের প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী অংশ নেয়। ১৫০ জন শিক্ষক প্রশিক্ষণ দেন।

গত দুবছর ধরে এই উদ্যোগ চলছে। এতে পরীক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। মাধমিক পরীক্ষার সময় অনেকেই ঘাবড়ে গিয়ে অনেককিছু ভুল করে ফেলে। সেই সমস্যা দূর করে ভালো নম্বর কিভাবে পাওয়া যাবে, শিবিরে সে বিষয়টিই তুলে ধরা হয়। পরীক্ষার্থীর কোনও প্রশ্ন থাকলে, তার উত্তর দিতে খোলা হয়েছে হোয়াটস অ্যাপ গ্রুপ।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বনগাঁ শহর ইউনিটের উদ্যোগে বনগাঁ হাইস্কুলের শিবিরে ২২টি স্কুলের ৬০০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। সংগঠনের আহ্বায়ক দীপঙ্কর মল্লিক জানান, ৭টি বিষয়ের উপর বিশেষ ক্লাস নেন অভিজ্ঞ শিক্ষকেরা। পরীক্ষায় ভালো ফল করলে, তাদেরকে বিশেষ পুরষ্কৃত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

Previous articleকনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি
Next articleনাগরিকত্ব আইন:মমতার দাবি রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে গণভোট আমেরিকা বলল ভারতের নিজেদের ব্যাপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here