বনগাঁ থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার,চেম্বার চালাতেন সল্টলেকে

0
1423

দেশের সময় ওয়েব ডেস্কঃ প্রায় পাঁচ বছর ধরে চেম্বার চালাচ্ছিলেন সল্টলেকের অভিজাত এলাকায়। রোগী দেখতেন, প্রেসক্রিপশনে ওষুধ লিখতেন, নিতেন মোটা টাকা দক্ষিণাও। কিন্তু সেই ডাক্তার যে ভুয়ো তা কে জানত!


সম্প্রতি নীলরতন সরকার মেডিক্যাল কলেজের এক ডাক্তার অভিযোগ করেন বিধাননগর কমিশনারেটে। তিনি পুলিশকে জানান, তাঁর নথি জাল করে অন্য একজন রোগী দেখে চলেছেন।
এরপরই তদন্তে নামে বিধাননগর পুলিশ। জানা যায় ওই ব্যক্তির বাড়ি বনগাঁয়। তারপর বনগাঁ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে হানা দেয় বিধাননগর পুলিশের টিম। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, দুবছর আগে কলকাতা ও শহরতলি থেকে একাধিক ভুয়ো ডাক্তারের হদিশ মেলে। যা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। লেকটাউন, ব্যারাকপুর, আরামবাগ, রায়না, কাটোয়া, নবদ্বীপ সহ বিভিন্ন এলাকায় ডাক্তারি করত তারা। সেই ঘটনার পর ফের ভুয়ো ডাক্তারের হদিশ মিলল সল্টলেকে।

Previous articleরাজ্যে প্রশাসনিক রদবদল, বদলি ৭ জেলাশাসক
Next articleহেমন্ত পেরিয়ে শীত আসছে, আগামীকাল থেকেই পারদ পতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here