বনগাঁয় শ্রমিক পাঠাগারের উদ্যোগে রবীন্দ্র-নজরুল- সত্যজিৎ সন্ধ্যা

0
953

দেশেরসময়,বনগাঁ: বনগাঁর শ্রমিক পাঠাগারের উদ্যোগে রবীন্দ্র-নজরুল- সত্যজিৎ সন্ধ্যার আয়োজন হল। রবিবার সন্ধ্যে থেকে এই আসর বসেছিল পাঠাগার সংলগ্ন এলাকায়। শিশু শিল্পী সমন্বয় চক্রবর্তীর সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

পাঠাগার পরিচালন সমিতির সম্পাদক আশীষ বসু এখনকার সমাজে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সম্প্রীতির আলোকে রবীন্দ্র-নজরুল সত্যজিৎ সম্পর্কে আলোচনায় অংশ নেন শিক্ষক রবীন্দ্রনাথ তরফদার, অবনী কাঞ্জিলাল, অনুপম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুবীর ঘোষ, রিতা চক্রবর্তী, চন্দ্রানী চক্রবর্তী।

আবৃত্তি করেন সোনালী দেবনাথ, অদ্রিজা পাল। এছাড়া বেশ কয়েকজন ক্ষুদে শিল্পী নৃত্য পরিবেশন করে। যন্ত্র শিল্পী স্বপন বিশ্বাসের মাউথ অর্গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৫ বছর বয়সী এই পাঠাগারের বর্ষীয়ান পাঠিকা মিরা আগুয়ানও। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দিব্যেন্দু ঘোষ ও সন্ধি কাঞ্জিলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক পাঠাগারের গ্রন্থাগারিক দীপ্তরূপ দাস। অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে বিশিষ্টজনদের উপস্থিতিতে।

Previous articleকাঁকিনাড়ায় ‘বিশ্ব বাংলা’, বদলে হয়ে গেল ‘রাম’, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Next articleইফতারে যোগ দিয়ে দিদি বোঝালেন তিনি ‘ধর্ম নিরপেক্ষ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here