দেশের সময় ওয়েবডেস্ক: বনগাঁ মহকুমা পুলিশ এবং মহকুমা সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার। এই খেলার আসর বসেছিল গোপালনগর থানার নহাটা হাই স্কুল মাঠে। উদ্যোক্তা গোপালনগর থানা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন় সাংবাদিক একাদশের ক্যাপ্টেন সীমান্ত মৈত্র। নির্ধারিত ১৬ ওভারে মহকুমা পুলিশ একাদশ সমস্ত উইকেট হারিয়ে ১২৩ রান করে। প্রতিউত্তরে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ ৫ উইকেটের বিনিময়ে নির্ধারিত ওভারে শেষ হবার আগেই ১২৪ রান করে জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাংবাদিক একাদশের পক্ষে জ্যোতির্ময় চক্রবর্তী। খেলার শেষে বক্তব্য রাখতে গিয়ে গাইঘাটার সার্কেল ইন্সপেক্টর পার্থ সান্যাল জানান, পুলিশ এবং সাংবাদিকদের কাজের ধরন অনেকটা এক রকম। একে অপরের পরিপূরক হিসেবে অনেক সময় কাজ করেন। তাই কাজের বাইরে এমন দুই মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই খেলা সমাজের উন্নয়নে কাজে লাগে। সাংবাদিক একাদশের ক্যাপ্টেন সীমান্ত মৈত্র বলেন, এর আগের বছর গুলিতে আমাদের হার হলেও এবার প্রথম থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তারই ফল মিলল এদিন। পরবর্তীতে আরও কয়েকটি খেলা এরকম আয়োজন করা হবে। তাতেও আমরা জিতব বলে আশাবাদী। খেলার শেষে দুই দলের সমস্ত খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিজয়ী এবং বিজিত দলের হাতেও ট্রফি তুলে দেওয়া হয।়