নিষিদ্ধ হল,স্বর্ণ মন্দিরের মধ্যে ছবি তোলা

0
821

দেশের সময় ওয়েবডেস্ক:শিখদের পবিত্র ধর্মস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরের মধ্যে নিষিদ্ধ হল ছবি তোলা। পঞ্জাবের অমৃতসর শহরের কেন্দ্রে এই প্রসিদ্ধ স্বর্ণমন্দির এ প্রতিদিন হাজারো পূণ্যার্থী এবং পর্যটক ভিড় করেন ৷সব ধর্মের মানুষকেই স্বাগত জানায় শিখদের এই পবিত্র ধর্মস্থান। কিন্তু এবার থেকে বিশেষ কড়াকড়ির বন্দোবস্ত করা হচ্ছে। স্বর্ণমন্দিরের ভেতরে সেলফি তোলা বা মনোরঞ্জক কোনও ভিডিও আর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সম্পাদক রূপ সিং। তাঁর কথায় এখানে ভক্তরা তাঁদের দুঃখকষ্ট নিবারণের জন্য আসেন। সেটাকে মনোরঞ্জনে পরিণত করার অধিকার কারোর নেই। সেকারণেই যে পর্যটকরা নিছক মনোরঞ্জনের জন্য এসে সেলফি আর ভিডিও তোলেন সেটা এবার থেকে আর করা যাবে না। সকলের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

শুধুমাত্র ভিভিআইপিদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতে পারে। তবে তার জন্যও মন্দির কর্তৃপক্ষের আগাম অনুমতি নিতে হবে। যে কেউ এসে ছবি তুলতে পারবেন না। ছবি তোলার অনুমতি দেওয়ার আগে ধর্মস্থানের পবিত্রতা এবং ঐতিহ্য যাতে বহাল রাখার দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে মন্দির কতৃপক্ষ,তার পরই মিলতে পারে মন্দিরের ডিতরের ছবি তোলার অনুমতি৷

বে মন্দির কতৃপক্ষ,তার পরই মিলতে পারে মন্দিরের ডিতরের ছবি তোলার অনুমতি৷

Previous article‘দ্য কুইন অফ হিলস সিমলা’
Next articleপুরী কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন মোদি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here