নিজস্ব প্রতিবেদন – কলকাতা লিগে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি মোহনবাগান। ৬৫ মিনিটের পরে গোটা দল একরকম
দাঁড়িয়ে পড়ছে। সকলেই দলের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে দলের ফুটবলরা আনফিট একথা মানতে চাইছেন
না বাগান কোচ কিবু ভিকুনা। তিনি দাবি করছেন ফুটবলাররা এখন আগের থেকে অনেক ফিট। সেই সঙ্গে তিনি আশাবাদী যে
কয়েকটা ম্যাচের পরে ফিটনেস ফিরে পাবে সবুজ-মেরুন।
দলের ফিটনেস প্রসঙ্গে কিবু বলেন, , দলের ফিটনেস তলানিতে তা মানতে পারছি না। আগের থেকে এখন অনেক ফিটনেসের
উন্নতি হয়েছে। কাস্টমসের বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিট ছেলেরা যে ফুটবল খেলেছে তাতে আমি মুগ্ধ।আমি মনে করছি খেলতে
খেলতে দলের ফিটনেসের উন্নতি হবে। ’
পিয়ারলেসের কোচ জহর দাস ইতিমধ্যেই সবুজ-মেরুনের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি মনে করছেন এবারের
বাগান নিজেদের মাঠে বহুবার আটকে যাবে। পাশাপাশি কিবুর দলের ফিটনেস নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
প্রাক্তন ফুটবলার ত্রিজিত দাস বলেছেন, এই মোহনবাগান দলের ফিটনেস সমস্যা রয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করেছেন, বড়
মাঠে বাগান কতটা সাফল্য পাবে তা নিয়ে।
যদিও বাগান কোচ দলের ফিটনেস নিয়ে আতঙ্কিত নন। তিনি মনে করছেন দ্রুত ঘুরে দাঁড়াবে দল।
কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে হেরে গিয়েছে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি
বাগান। কাস্টমসের বিরুদ্ধে ড্র করেছে তারা। সমর্থকরাও উদ্বেগে রয়েছেন।