দেশের সময় ওয়েবডেস্কঃ মধুচক্রের আসর থেকে তিন অভিনেত্রীকে উদ্ধার করল পুলিশ। জোর করে তাঁদের দেহব্যবসায় নামানো হয়েছিল বলে জানা গেছে। এই চক্রের মূল চক্রী ২৯ বছরের প্রিয়া শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুম্বই শহরতলির আন্ধেরিতে একটি তিনতারা হোটেলে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্রের আসর। পুলিশের কাছে কিছুদিন ধরেই মধুচক্র নিয়ে অভিযোগ আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পূর্ব আন্ধেরীর ওই হোটেলে হানা দেয় সাইবার ক্রাইম পুলিশ। তিন অভিনেত্রীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। তাঁদের জোর করে দেহব্যবসায় নামানোর অভিযোগ রয়েছে। মূল অভিযুক্ত প্রিয়া শর্মাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, কান্দিভালি এলাকায় একটি ভ্রমণ সংস্থার অফিস খুলেছিল অভিযুক্ত প্রিয়া।
এই ব্যবসার আড়ালে চলত দেহব্যবসার কারবার। জানা গেছে উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে একজন অভিনেত্রী ও গায়িকা। জনপ্রিয় ধারাবাহিক ‘সাবধান ইন্ডিয়া’–য় কাজও করেছেন তিনি। অপরজন মারাঠি ছবি ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। আর নাবালিকা অভিনেত্রী ইতিমধ্যেই কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন।