ঢাকা থেকে দুবাইগামী ময়ূরপঙ্খী বিমান অপহরণের চেষ্টা, জরুরি অবতরণ চট্টগ্রামে

0
745

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশে বিমান অপহরণের চেষ্টা। বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দুবাইগামী আন্তর্জাতিক বিমান ‘ময়ূরপঙ্খী’ হাইজ্যাকের চেষ্টা করা হয়। জানা গিয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল ওই বিমানটি। সূত্রের খবর, ভারতীয় সময় বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ পাইলটের কপালে বন্দুক ঠেকিয়ে বিমানটি অপহরণের চেষ্টা করা হয়।

ওই বিমানে পাঁচজন ক্রু মেম্বার সহ মোট ১৪৭ জন ছিলেন। পুলিশ জানিয়েছে, বিমানের ভিতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন এক ক্রু মেম্বার। ইতিমধ্যেই বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামানো হয়েছে। বিমানের চারদিক ঘিরে ফেলেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিমান থেকে নামিয়ে আনা হয়েছে যাত্রীদের। নিরাপদেই রয়েছেন তাঁরা। নেমে এসেছেন পাইলট এবং ক্রু মেম্বাররাও। তবে অনুমান, এখনও বিমানের ভিতরেই রয়েছেন অপহরণকারীরা। তারা সংখ্যায় ঠিক কতজন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশের অনুমান, বিমানের ভিতরে রয়েছেন একজন আততায়ী। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

Previous articleফের কাশ্মীরে সংঘর্ষ, এনকাউন্টারে নিহত ডিএসপি অমন ঠাকুর, পাল্টা গুলিতে নিহত ৩ জঙ্গি
Next articleপ্রয়াগে পুণ্য স্নানের পর সাফাইকর্মীদের পা ধুইয়ে দেশকে বার্তা মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here