ডিসেম্বর মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,গ্রাহকরা চিন্তিত

0
596

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি ডিসেম্বর মাসে ন’‌দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। যার ফলে চরম বিপাকে পড়তে পারেন গ্রাহকরা। গোটা ডিসেম্বর মাসে মোট দুটি সরকারি ছুটি রয়েছে। আর এই মাসে মোট পাঁচটি রবিবার পড়ছে। অর্থাৎ বন্ধ থাকবে ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৫ ডিসেম্বর বড়দিন এবং তার পরের দিন ২৬ ডিসেম্বর বক্সিং দিবসে সরকারি ছুটি উপলক্ষ্যে ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে। এমনিতে সারা দেশে ব্যাঙ্কের ছুটির সংখ্যা এক নয়৷ বিভিন্ন উৎসবে অঞ্চল ভিত্তিতে বন্ধ থাকে ব্যাঙ্কের পরিষেবা৷ কিন্তু চলতি মাসে ন’‌দিন দেশজুড়েই ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ফলে একটা গোটা মাসে এতগুলো দিন ব্যাঙ্ক পরিষেবা মিলবে না৷

তাতেই চিন্তার ভাঁজ বাড়ছে সাধারণ গ্রাহকদের কপালে৷ একটা মাসে এতগুলো দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএম থেকে অনেক সময়ে টাকা নাও মিলতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেই সরকারি ছুটির দিনগুলি দেওয়া আছে। ব্যাঙ্কের যা যা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সময় থাকতে থাকতে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে মিটিয়ে নেওয়া প্রয়োজন। পাশপাশি ছুটির দিনে নগদ টাকার প্রয়োজন। তাও আগে থেকে তুলে রাখলে ভাল হয়।‌ উৎসবের মরশুমে খরচ তো আছেই। তা মেটাতে তাই মাসের শুরুতেই পরিকল্পনা করে রাখুন, লাভে থাকবেন আপনি। ‌

Previous articleচোখ-কান খোলা রাখুন, সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা হতে পারে,পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Next articleঅবশেষে চন্দ্রযানের ধ্বংসাবশেষ খুঁজে দিল চেন্নাইয়ের এই ইঞ্জিনিয়ারই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here