নিজস্ব প্রতিবেদন ,দেশের সময়:– রাত পোহালেই ডুরান্ড ফাইনাল। প্রতিপক্ষ গোকুলাম এফসি। যারা ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়ে ফাইনালে
উঠেছে। তাই কেরলের দলটিকে গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।
ছবি তুলেছেন শান্তনু বিশ্বাস।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ কিবু বলেন, ’ আমরা নিজেদের ফেভারিট হিসেবে মনে করছি না। গোকুলাম
ফাইনালে উঠেছে। তাই ওরাও অন্যতম ফেভারিট। আমার মতে দুটো দলেরই ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে। ’ গোকুলাম দলে
মার্কাস ও হেনরি কিসেক্কার মতো স্ট্রাইকার রয়েছে। তাই গুরুত্ব দিচ্ছেন কিবু। তিনি বলেন, ’মার্কাস ও হেনরিকে আটকানো
আমাদের কাছে চ্যালেঞ্জর।
তবে ওঁরা ছাড়াও গোকুলাম দলে আরও ভালো মানের ফুটবলার রয়েছে। তাই গোকুলামকে গুরুত্ব দিতেই
হবে। তবে আমরা ট্রফি জিততে চাই। তাই ছেলেরা নিজেদের উজাড় করে দেবে।’
সাংবাদিক সম্মেলনে বেইতিয়া বলেন, ’আমরা বিজয় উৎসব করার কথা ভাবছি না। বরং নিজেদের খেলায় আমরা ফোকাস করছি।’
গোকুলামও মোহনবাগানেকে ধাক্কা দেওয়ার জন্য মরিয়া। তাদের কোচ স্যান্টিয়াগো ভালেরা বলেন, মোহনবাগান ভালো দল। তবে
ওদের হারানোর জন্য ছেলেরা নিজেদের উজাড় করে দেবে৷