গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে

0
582

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রবিবার রাতে ভর্তি করা হল নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। ফলে দেরি না করে তখনই তাঁকে এইমসে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এখনও পর্যন্ত এইমসের তরফে কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি। তা জানানো হলেই প্রতিবেদনে আপডেট করা হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিংহের করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। সে বার প্রায় ১৪ ঘন্টা ধরে চলেছিল অস্ত্রোপচার। তার পর থেকে সুস্থই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

২০১৪ সালে ইউপিএ সরকারের পতনের পরেও রাজ্যসভায় সাংসদ ছিলেন মনমোহন। এখনও রাজ্যসভার সাংসদ তিনি। শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তথা কংগ্রেস পার্টির এখনও অন্যতম পরামর্শদাতা তিনি।

জানা গেছে, এদিন হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,  পৌনে ন’টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত কার্ডিও থোরাসিক বিভাগে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা বিশেষ ভাবে নজর রাখছেন তাঁর শারীরিক অবস্থার উপর।

এর আগে 
মার্চে তাঁর অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল। চিকিৎসকেরা তাঁকে সেসময়ে সম্পূর্ণ আরাম করার পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০০৯ সালে এইমসে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিসেরও রোগী। খবরটি প্রকাশ পেতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেন।

Previous article১২ মে থেকে শুরু রেল পরিষেবা,সোমবার বিকেল থেকে করা যাবে টিকিট বুকিং
Next articleমাউন্ট এভারেস্টের ছবি পোস্ট করে অধিকার কায়েমের ইঙ্গিত চিনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here