দেশের সময় ওয়েবডেস্কঃ ফের কলকাতায় উবে গেল কনকনে ঠান্ডার আমেজ। গত সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরশ গায়ে মেখেছিল কলকাতা-সহ গোটা রাজ্য। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে রবিবারও মালুম হয়েছে ঠান্ডার আমেজ। তবে, সপ্তাহের প্রথম দিনই একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকেই কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহরের আকাশ।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, জাঁকিয়ে শীতের এই সুখ খুব একটা স্থায়ী হবে না। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ থেকে ধীরে ধীরে বাড়বে শহরের তাপমাত্রা।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে ঠান্ডা দাপট দেখালেও, কয়েকদিন বাদেই তা ফিকে হয়ে যায়। এমনকী, জানুয়ারির মাঝ সপ্তাহে একেবারে উবে গিয়েছিল শীতের আমেজ। এরপর, শীত খানিকটা কামব্যাকের চেষ্টা করলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ব্রাত্যই থেকে গিয়েছে শীতপ্রেমীদের কাছে।

অন্যদিকে, কলকাতায় সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ টের পাওয়া গেলেও, দিনের বেলায় রোদের তাপে শীত নিমেষে উধাও হচ্ছে। তবে, জেলায় জেলায় কনকনে ঠান্ডার আমেজ বহাল রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক, আজ কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ নেমেছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১০.৮ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ পতন হয়েছে ১২.১ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ৯.৬ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১২.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১১.২ ডিগ্রিতে, কোচবিহারে পারদ নেমেছে ১০.১ ডিগ্রিতে, দার্জিলিং কাঁপছে ৩.৪ ডিগ্রিতে, ডায়মন্ড হারবারে পারদ নেমেছে ১৪.৩ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৬.৩ ডিগ্রিতে, দমদমের তাপমাত্রা ১২.৪ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১১.৮ ডিগ্রিতে, কালিম্পঙে তাপমাত্রা ৮ ডিগ্রি, মালদায় তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৪.৫ ডিগ্রিতে, পানাগড়ে তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, পুরুলিয়ায় পারদ নেমেছে ৯.৩ ডিগ্রিতে, সল্টলেকে তাপমাত্রা নেমেছে ১৩.৩ ডিগ্রিতে, শিলিগুড়িতে পারদ ছুঁয়েছে ৯.২ ডিগ্রিতে, শ্রীনিকেতনে পারদ নেমেছে ১২.২ ডিগ্রিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here