করোনায় ‘প্রচেষ্টা’প্রকল্প : অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের একহাজার টাকা অনুদান দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1990

দেশের সময় ওয়েবডেস্ক: করোনা সতর্কতায় লকডাউনের সময় বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্য লকডাউন। কিন্তু এই সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করে মমতা এদিন জানিয়েছেন, রাজ্যের অসংগতি ক্ষেত্রের শ্রমিকদের জন্য একহাজার টাকা করে.অনুদান দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্ভোগ হলেও এই কটা দিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” মমতা জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ‘প্রচেষ্টা’ প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার গত সপ্তাহেই ঘোষণা করেছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসে একহাজার টাকা দেওয়ার কথা। এদিন একই পথে হাঁটল বাংলাও।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার আজই সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে অ্যাডভাইজারি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, জনকল্যাণ সেসের টাকা থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরাহা নিশ্চিত করতে হবে। করোনা-মহামারীর জেরে যখন দেশজুড়ে লকডাউন চলছে, কাজকর্ম বন্ধ, রোজগারও বন্ধ, তখন তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য জনকল্যাণ সেস থেকে ৫২ হাজার কোটি টাকার তহবিল মঞ্জুর করল কেন্দ্র।
গতকালই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওই চিঠিতে সনিয়া দাবি জানিয়েছিলেন নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দেশের সাড়ে চারকোটি শ্রমিককে আর্থিক সুরাহা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুক কেন্দ্রীয় সরকার।

Previous articleসারপ্রাইজ ভিজিটে CP-কে নিয়ে শহর পরিদর্শনে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী,৩১ মার্চ পর্যন্ত রাজ্যে লকডাউন!
Next articleকরোনা আপডেট:আরও বৃদ্ধি পেতে পারে করোনা, সব রাজ্যকে চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here