এবার কাটমানি বিতর্ক গোপালনগরে,তৃণমূল প্রধানের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল বিজেপি

0
1848

দেশের সময়,বনগাঁ: কাটমানি বিতর্ক এবার গোপালনগরেও। তৃণমূল প্রধানের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল বিজেপি। মঙ্গলবার দুপুরে আকাইপুর পঞ্চায়েতের ছাতনী গ্রামে।

অভিযুক্ত প্রধানের নাম উজ্জ্বল কুমার পাল ।বিজেপির অভিযোগ ছাতনী গ্রামের ১৮২ মিটার ঝামা ইটের রাস্তা তৈরি নিম্নমানের ইট দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া নকসা অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য প্রস্থ না করে বেশি লাভের আশায় মাপে কম করা হয়েছে।

এছাড়া আরও অভিযোগ, মাস ছয়েক আগে এলাকায় প্রায় ৪০০ মিটার ঢালাই রাস্তা নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে। আর তারজন্য প্রধান কাটমানি খেয়েছেন। ইতিমধ‍্যেই সেই রাস্তার সিমেন্ট, বালি উঠে যেতে শুরু করেছে। এদিন রাস্তা থেকে সেই সিমেন্ট, বালি হাত দিয়ে তুলে সাংবাদিকদের দেখান গ্রামবাসিরা।

গ্রামবাসীদের আরও দাবি, রাস্তা 8 ইঞ্চি পুরু করার কথা থাকলেও ২ ইঞ্চি পুরু করা হয়েছে। যদিও কাটমানির অভিযোগ অস্বীকার করে প্রধান বলেন, ঢালাই রাস্তা তৈরির সময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কাজ ব্যাহত হয়েছিল৷

পাশাপাশি মঙ্গলবার কাজ বন্ধে করে দেওয়ার ঘটনা শুনে উপপ্রধানকে এলাকায় পাঠিয়েছিলেন বলে জানান তিনি৷ কাজ করার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটি দেখবেন বলেও তিনি এদিন জানান।

Previous articleপ্রকাশ্য দিবালোকে গাড়ি থেকে নামিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী
Next articleএকই দিনে নামছে দুই প্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here