দেশের সময়ওয়েবডেস্কঃ রাজ্যের খাদ্য দফতরে টেকনিকাল সাপোর্ট পার্সোনেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেশকিছু শূন্যপদ পূরণ করবে খাদ্য দফতর। চাকরি ও আবেদনের বিষয়ে রইল বিস্তারিত।
এই পদে যাঁরা আবেদন করবেন তাঁদের এমসিএ, বিই বা বিটেক বা এমএসসি এবং আইটি বা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
তাছাড়াও আবেদনকারীকে ডেটা অ্যানালিটিক্স, ইউআই বিশেষজ্ঞ, ইউআই ডিজাইনার, ডেটাবেস ম্যানেজমেন্ট, এমআইএস ও রিপোর্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
এই পদে আবেদনের শেষ তারিখ ৫ জানুয়ারী। তার আগেই রাজ্য খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://food.wb.gov.in) গিয়ে আবেদন করে ফেলতে হবে। মোট শূন্যপদ ২১টি।
১৮ থেকে ৪০ বছর বয়সি চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরির বেতন হবে মাসে ৪০ হাজার টাকা।
আবেদনকারীরা পরীক্ষায় বসবেন। তাতে পাশ করলে হবে ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট ও কোভিড টেস্ট। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই অভিজ্ঞতার নিরিখে বাছাই করা হবে চাকরীপ্রার্থীকে জানা গেছে খাদ্য দফতর সূত্রে৷