দেশের সময়: -সেনাবাহিনীর অনুরোধ। তাই কলকাতা লিগে ইস্টবেঙ্গল-বিএসএস ম্যাচ স্থগিত করে দিল আইএফএ। বঙ্গ
ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে।আগামী ২১ অগস্ট ডুরান্ড কাপের সেমিফাইনালে গোকুলাম এফসির মুখোমুখি হচ্ছে লাল-হলুদ। তাই কলাকাতা লিগের ম্যাচ খেলতে গেলে পূর্ণশক্তির দল নামাতে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলে। সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও একই অনুরোধ করা হয়েছে।কলকাতা লিগে এখনও জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। জর্জের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছে আলেজান্দ্রো মেনেন্দেজের দল।
লিগের অন্য তম শক্তিশালী বিসএসএস-র মুখোমুখি হতে হত আলেজান্দ্রোর। ডুরান্ডের গ্রপ লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারানোর পরে লাল-হলুদ শিবির এখন আত্মবিশ্বাসী। তাই বিএসএসকে হারিয়ে কলকাতা লিগে জয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গল শিবির। তবে ম্যাচ না হওয়াতে খুশি লাল-হলুদ শিবির। আলেজান্দ্রো মরশুমের শুরুতেই বলে দিয়েছেন, ডুরান্ড ও কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছেন না । এই দুটো প্রতিযোগিতাকে তিনি
আই লিগ ও সুপার কাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। তাই ডুরান্ডও কলকাতা লিগে দলের জুনিয়র ফুটবলারদের দেখালেন তিনি।
গতবার ভারতীয় স্টাইকার হিসেবে জবি জাস্টিন হিট হয়ে গিয়েছিলেন। এবার সেভাবে লাল-হলুদে ভারতীয় স্ট্রাইকার নেই। তাই
জুনিয়র স্ট্রাইকারদের পরখ করে নিচ্ছেন আলেজান্দ্রো।