ইন্দিরা স্মরণে নতুন উদ্যমে প্রদেশ কংগ্রেসঃ

0
820

দেশের সময়ওয়েবডেস্কঃ ৩১অক্টোবর। ১৯৮৪ সালে দিল্লিতে নিজের নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। তাঁর ৩৪ তম প্রয়াণ দিবসকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে বাংলার বুকে পালন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর জুটি যখন দেশবাসীর মন থেকে এই দিনটিকে মুছে দিতে গুজরাতের নর্মদার বক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলের তিনহাজার কোটি টাকা ব্যয়ে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ১৮২ ফুটের মূর্তির আবরণ উন্মোচনে এক ভারত,ঐক্যবদ্ধ ভারতের বার্তা ছড়িয়ে দিলেন। ঠিক সেসময় গোটা ভারতবর্ষের সঙ্গে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বে বাংলার প্রতিটি ব্লক থেকে জেলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির স্মরণে সকাল থেকে সন্ধে নানাবিধ সামাজিক ও মানবিক কর্মসৃচির মধ্য দিয়ে দিনটি উদ্য যাপন করা হয়। উত্তর ২৪পরগনার বনগাঁ বাটার মোড়ে প্রয়াত নেত্রীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শহর কংগ্রেস সভাপতি কৃষ্ণপদ চন্দ, প্রদেশ কংগ্রেস সদস্য বিকাশ গোর সহ অন্যান্যরা। হাবড়া,অশোকনগর, বারাসত, বসিরহাট, বেলঘরিয়া, বিধাননগর ও বারাকপুরের বিভিন্ন এলাকাতেও নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত প্রধানমন্ত্রীকে। জেলা শহর ও গ্রামীণ সভাপতি তাপস মজুমদার, অমিত মজুমদার, জেলা নেতা সজল দে, বিভাস ভট্টাচার্য, ড. সুহাস ভট্টাচার্য, হরিদাস কর, সায়ন বন্দ্যোপাধ্যায়, অরুণাভ ঘোষ,উৎপল পাল চৌধুরী সহ ছাত্র-যুব ও মহিলা নেতৃবৃন্দ।

Previous articleঅমিত শাহকে এ রাজ্যের লোকসভার প্রার্থী ঘোষণা,মুকুলের কৌশলঃ
Next articleপ্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে-শত্রুঘ্ন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here