ইন্ডিয়ান আইডল – এর মঞ্চে ফের সকলের প্রশংসা কুড়ালেন বনগাঁর মেয়ে অরুনিতা, তাঁর গানে মুগ্ধ বিচারক থেকে বিশেষ অতিথিরা

0
2497

দেশের সময়: চলছে জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন ১২।শোয়ের প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলালের গানে মুগ্ধ সকলে।অরুনিতা, পশিমবাংলার বনগাঁর মেয়ে।

এর আগের ১১ টি সিজিনের মতোই এই সিজিনেও প্রতি সপ্তাহে থাকছে চমক। আর সেখানে পৌঁছেছেন বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল । তাঁর গলায় জনপ্রিয় গানে মুগ্ধ শোয়ের তিন বিচারক হিমেশ রেশামিয়া , নেহা কক্কর  ও বিশাল দাদলানি । প্রতি সপ্তাহান্তের অর্থাৎ শনি ও রবিবারের এপিসোডে থাকছে অরুনিতার চমৎকার পারফরম্যান্স। তাঁর প্রশংসায় পঞ্চমুখ অতিথি গায়ক -গায়িকা থেকে শুরু করে মিউসিক ডিরেক্টরেরা ৷

একটি বিশেষ পর্বে অরুনিতা গাইলেন ১৯৮২ সালের জনপ্রিয় ছবি ‘প্রেম রোগ’-এর ‘মেরে কিসমত মে তু সায়াদ’ গানটি। এই গানটি লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সুরে, লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াদকারের গলায় এই গানটি আজও শ্রোতাদের মনের খুব কাছের। গানের দৃশ্যায়নে ছিলেন ঋষি কাপুর ও পদ্মিনী কলাপুরি। সেই গানটি গেয়ে সকলের মন জয় করেন বনগাঁর মেয়ে অরুনিতা।

এর আগেও বিভিন্ন সময়ে বেশ শক্ত গান গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। শোয়ে এসে তাঁর প্রশংসা করেছেন কুমার শানু, অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের মতো সঙ্গীত শিল্পীরা।

 অরুনিতা কাঞ্জিলালের রিয়ালিটি শো-তে অংশগ্ৰহণ এই প্রথম নয়। এর আগেও জনপ্রিয় হয়েছিলেন তিনি। ২০১৩ সালে ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’ বাংলাতে বিজয়ী হয়েছিলেন অরুনীতা। যেখানে বিচারক আসনে ছিলেন হৈমন্তী শুক্লা,জয় সরকার,মহালক্ষ্মী আইয়ার। এরপর ২০১৪ সালেও সা রে গা মা পা লিটল চ্যাম্প’ হিন্দিতে প্রতিযোগী ছিলেন তিনি । সেখানে বিচারক আসনে ছিলেন আলকা ইয়াগনিক, মোনালি ঠাকুর ও শান।

 সম্প্রতি ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজে একটি গান গেয়েছেন অরুনিতা। জয় সরকারের সুরে তাঁর কন্ঠে ‘ যদি তাকে চাই’ গানটি যথেষ্ট মন ছুঁয়েছে সকলের।

বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলালের ছোটবেলা থেকেই স্বপ্ন একজন প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার। তাই ঘন্টার পর ঘন্টা চলে সেই প্রস্তুতি। স্টার প্লাসের ‘আজ কি রাত হে জিন্দেগি’ অনুষ্ঠানের বিশেষ পর্বে বিজয় ঠাকুরকে সম্মান জানাতে ‘এ মেরে বাতন কে লোগো’ গানটি গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও। অরুনিতা ‘ইন্ডিয়ান আইডলে’-র এই সিজনে কতদূর যায় তা দেখা যাবে শো-র পরবর্তী এপিসোডগুলিতে।

Previous articleবনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়কের মোবাইল নম্বর হঠাৎ ব্লক, গভীর চক্রান্ত বললেন বিশ্বজিৎ
Next articleপরকীয়ায় কাটা গেল পুরুষাঙ্গ! তেজস্বিনী বউ এখন শ্রীঘরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here