অসমের গণহত্যার প্রতিবাদে পথে তৃণমূল,জেলা জুড়ে বিক্ষোভ মিছিল:

0
889

নিলাদ্রী ভৌমিক ববনগাঁ: অসমের তিন সুকিয়ায় পাঁচ জন বাঙালি যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে শুক্রবার উত্তর ২৪ পরগনার প্রতিটি মহকুমায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মি ছিল ও প্রতিবাদ সভা ঘিরে ছিল প্রচুর কর্মী-সমর্থকদের উপস্থিতি। বিধাননগর মহকুমার নিউটাউন, রাজারহাট, বাগুইআটি-কেষ্টপুর, নারায়ণপুর,দমদমের নাগেরবাজার, লেকটাউন, বিরাটি, বেলঘরিয়া, সোদপুর,সহবারাকপুর মহকুমার প্রতিটিব্লকে এদিন তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের বিধায়ক, পুরপ্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি সহ ব্লক ও আঞ্চলিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকার ও অসমের বিজেপি সরকারের এনআরসি পরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে সরব হন। মধ্যম গ্রামে জেলা তৃণমূল দফতর থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।জেলার শীর্ষ নেতৃত্ব তিনসুকিয়ার পরিকল্পিত বাঙালিদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করে, অসম সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত নীতির সমালোচনা করেন। বসিরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধান্যকুড়িয়া থেকে মাটিয়া পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে সহস্রাধিক কর্মী-সমর্থক কালো পতাকা সহ এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন ব্লক তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক এ টিএম আব্দুল্লা, পঞ্চায়েত সমি তির সভাপতি রূপা ঘোষ, পঞ্চায়েত প্রধান সুখেন্দু ঘোষ, মোস্তাক আহমেদ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাছার, কচুয়া ও খোলাপোতার অঞ্চল সভাপতি বিশ্বরূপ মন্ডল, প্রকাশ রায়, স্থানীয় নেতা সুবীর গুপ্ত,খোলাপোতা পঞ্চায়ে তের প্রধান তথা অঞ্চলের কার্যকরী সভাপতি অপরেশ মুখোপাধ্যায় প্রমুখ। দেগঙ্গা, হাড়োয়া, দত্তপুকুর, হাবড়া, গাইঘাটা, বনগাঁতেও অসমে গণহত্যার প্রতিবাদে কালো পতাকা সহ পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল এলাকা পরিদর্শন করে বনগাঁ শহর তৃণমূল কর্মিরা,বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পুরসভার পুর প্রধান শঙ্কর আঢ্যর নেতৃত্বে বিপুল কর্মি সমর্থকদের নিয়ে বনগাঁ শহরের রাস্তায় বিবিক্ষোভ মিছিল এ সামিল হতে দেখা যায় এদিন সন্ধ্যায়।পুর প্রধান শঙ্কর আঢ্য জানান, দল নেত্রীর নির্দেশে অতি অল্প সময়ের ব্যবধানে আমরা পথে নেমেছিলাম,বিজেপি সরকারের পরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে বনগাঁ শহর শুধু নয়,উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে কর্মী- সমর্থক এবং সাধারন মানুষ এদিন এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে সামিল হয়ে, বুঝিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের যে কোন চক্রান্তকে তাঁরা প্রতিহত করতে রাজ্য সরকারের সাথে এক যোগে লড়াইতে উপস্থিত থাকবেন সব সময়৷ – দেশের সময়:

Previous articleশাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা-মুখ্যমন্ত্রীরঃ
Next articlePhoto Contest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here