অভিনবত্বের ছোঁয়ায় দুবছর ধরে জ্বলবে লাল হলুদ মশাল

0
943

দেশের সময় ওয়েবডেস্ক:বাংলার ফুটবলে অভিনবত্ব আনতে পুনরায় সফল ইস্টবেঙ্গল। নতুন স্পন্সর ‘কোয়েস’ আসার পরবর্তীতে বিভিন্ন সময় চমক দিয়েছে ল‍াল হলুদ শিবির। এবার শতবর্ষ উপলক্ষে নেওয়া হলো নতুন পদক্ষেপ। সূত্রের খবর, ২০২০সালে শতবর্ষে পদার্পণ করবে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব। যা উদযাপনের লক্ষ্যে আগামী বছর থেকেই শুরু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আর তা স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। যেখানে ক্লাব লনে প্রজ্জ্বলিত হবে একটি মশাল। যেটি টানা দুই বছর ধরে জ্বলবে। আগামী বছর ১লা আগষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মশালটি জ্বালিয়ে লাল হলুদ শিবিরে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্হিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলী, সচিন তেন্ডুলকর সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। পাশাপাশি আগামী দুবছরের মধ্যে ব্র‍জিল বা পর্তুগালের মতো কোন দলকে প্রীতি ম্য‍াচ খেলার জন্য কলকাতায় আমন্ত্রন জানানো হবে। যেখানে নেইমার বা রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ শিবির। উল্লেখ্য সমর্থকদের সাথে যেন ক্লাবের সম্পর্ক নিবিড় হয় সে দিকে লক্ষ্য রেখে অতীতেও একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ‘কোয়েস’। এবার সমর্থকদের কাছ থেকে নেওয়া হবে অতীতের কিছু মূল্যবান ছবি। যেগুলি দিয়ে ক্লাব চত্বরে আয়োজিত হবে একটি প্রদর্শনী। সবমিলিয়ে শতবর্ষের আগেই শতবর্ষের ছন্দে গা ভাষাতে তৈরি ঐতিহ্যের উদাহরণ ইস্টবেঙ্গল।

Previous articleপরাজয় নিশ্চিত বুঝেও প্রার্থী ঘোষণা করলো বিজেপি, রাজ্য রাজনীতিতে শুরু নতুন জল্পনা
Next articleHooch : right administrative decision But why peoples representatives spared ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here