হয়তো অব্যাহত থাকতো জয়ের ধারা

0
1524

দেশের সময়, ওয়েব ডেস্ক:- কয়েক ঘন্টা আগেই জয়লাভের মধ্যে দিয়ে আই লিগের শীর্ষস্থান অধিকার‍ করেছিল নেরোকা। একই সংখ্যার পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল কাশ্মীর। তবে লাল হলুদ কোচ আলেহান্দ্রো-র একটাই আক্ষেপ বল রিসিভের ক্ষেত্রে এখনও যে পুরোপুরি সফল নন তার ছাত্ররা। তা নাহলে হয়তো গতকালও অব্যাহত রাখা সম্ভব হতো জয়ের ধারা। প্রথমে পিছিয়ে পড়েও জবি জাস্টিনের গোলে সমতায় ফেরে দল। কিন্তু সাইড লাইনে দাড়িয়ে থাকা কোচের অভিব্যক্তিতে স্পষ্ট হচ্ছিল খেলাটা আরও ভালো হতে পাড়তো। শারীরিক ভঙ্গিমায় বারম্বার বোঝাতে চেষ্ঠা করছিলেন চেষ্টা করলে আরও ভালো ভাবে বলগুলোকে রিসিভ করা সম্ভব। পাশাপাশি এদিন যুবভারতীতে সকলের নজরে থাকলেন গত মরশুমে লাল হলুদের হয়ে খেলা ফুটবলার বাজি। খেলার ধরন যেন বলছিল আজ পুরোন ক্লাবের বিরুদ্ধে ঝলসে ওঠার দিন। যেমনটা মোহনবাগানের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছিলেন এডু, কাটসুমিরা। এ যেন তারই পরবর্তী অধ্যায়। তবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে পুরো মাঠজুরে খেললেও জনি-দের পাসিং ফুটবলের সামনে বারম্বার প্রতিহত হতে হয় তাকে। অবশেষে অ্যাওয়ে ম্যাচ থেকে ‍১পয়েন্ট নিয়েই শ্রীনগরের উদ্দেশ্যে বিমান ধরলেন বাজি-রা। কিন্তু পাসিং ফুটবলের ক্ষেত্রে নিজেদের ছন্দ অব্যাহত রাখলেও জয়ে ফিরতে এখন কোন পথ অনুসরন করবে লাল হলুদ ব্রিগেড? এখন সে দিকেই তাকিয়ে সকলে।

Previous articleএ রাজ্যে লোকসভার একটি আসনও পাবে না বিজেপি?
Next articleবছর শেষে চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here