হেলমেট না পরে রাস্তায় বেরলেই,পিছন থেকে আসছে গব্বর সিং

0
835

দেশের সময়ওয়েবডেস্কঃ বাইক চালাচ্ছেন, তাওআবার হেলমেট না পরে রাস্তায় বেরিয়েছেন, সিগনালে থামতেই হঠাৎ ঘাড়ের কাছে স্পর্শ হচ্ছে কিছু একটা।বিষয়টি বুঝতে, পিছন ফিরলেই দেখবেন সাক্ষাৎ ডাকু গব্বর সিং বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন আপনার পিছনে।সঙ্গে রয়েছে সাম্বাও। মোটর সাইকেলে চারজনে মিলে গুঁতোগুঁতি করে বসে আছেন দেখলেই বন্দুক হাতে এগিয়ে আসবেন গব্বর সিং। বাইক থামিয়ে একেবারে শোলের সেই ডায়লগ কপি করে বলছেন,‘‌কিতনে আদমি থে চার, অ্যালাউড দো। বহুত না ইনসাফি হ্যায়।
তুম ক্যায়া সোচা সর্দার খুশ হো জায়ে গা, সাবাশি দে গা?‌ যব তক ওহ্‌ নেহি সুধরে গা, কুছ নেহি সুধর সাকতা।’‌
গব্বর সাবধান করার পরেই জেগে উঠছেন সাম্বা, তিনি সর্দারের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‌গব্বর সে বাঁচনা হ্যায় তো হেলমেট প্যাহেনকে চলো।’‌
গুরুগ্রাম ট্রাফিক পুলিসের এই অভিনব সচেতনতা প্রক্রিয়ায় বাসিন্দারাও উৎসাহিত হয়েছেন। গুরুগ্রাম পুলিসের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে হেলমেট নিয়ে বেশি করে সচেতন হতে পারেন সেকারণেই গব্বর সিংয়ের মত চরিত্র নিয়ে আসা হয়েছে এই অভিনব প্রচারে৷

Previous articleমোবাইল বন্ধ করে মাধ্যমিক পরীক্ষা শুরু হল আজ থেকে
Next articleশিলংএ রাজীব -কুণালের তর্কাতর্কি, প্রায় ৪ বার থামিয়েছে সিবিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here