হুগলির খানাকুলে তৃণমূলে ভাঙন

0
878

দেশের সময় ওয়েবডেস্ক:বুধবার হুগলি জেলার আরামবাগ মহকুমার থানাকুল ২ নম্বর ব্লকে জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসা জেলা পরিষদের সদস্য নাজমুল করিমকে কর্মাধ্যক্ষ না করায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ প্রায় ১০ হাজার তৃণমূল কংগ্রেসের সদস্য সহ কর্মী-সমর্থকরা দল ছাড়ার কথা সভা করে জানিয়ে দিল। মূলত, জেলা সম্পাদক তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল সাংসদ অপরূপা পোদারের একপেশে সিদ্ধান্তর বিরুদ্ধে এই চরম সিদ্ধান্ত বলে জানালেন, খানাকুল ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। যদিও, তারা অন্য কোনও দলে এখনই যোগ দিচ্ছেন না ৷ নাজবুল করিম, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় ক্লাব সংগঠকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিক্ষুব্ধরা জানান। এ ব্যাপারে জেলা নেতৃত্ব কোনও মন্তব্য না করলেও , নেতৃত্ব ঘটনার দিকে কড়া নজর রাখছে।

Previous articleসিপিএমের লংমার্চে মানুষের ঢল
Next articleজঙ্গলমহলে বিপদের আঁচ পেয়েই সক্রিয় মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here