আকাশ ভট্টাচার্য্য, দেশের সময়: নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বড় জয় পেল ভারত। মাউন্ট মঙ্গনুই বে ওভালে সিরিজের দ্বিতীয় একদিবসীয় ম্যাচে কিউয়িদের ৯০ রানে পর্যদুস্ত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলি অ্যান্ড কোং। প্রজাতন্ত্র দিবসের আনন্দ দ্বিগুণ করে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই কিউয়িদেয় পিছনে ফেলে ম্যাচ পকেটে পুরে নিল ভারত।
উপমহাদেশের মত পাটা উইকেট বে ওভালে। তাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক যে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তা প্রমাণ করতে ‘কার্পণ্য’ করেননি দুই ওপেনার রোহিত শর্মা(৮৭) এবং শিখর ধবন(৬৬)। প্রথম ওভার থেকেই হাত খুলে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। ২৬তম ওভারে ভারতের রান যখন ১৫৪ তখন প্রথম উইকেটের পতন হয়। ৯টি চারসহ ৬৬ রান করে শিখর প্যাভিলিয়নে ফেরার পরপরই ৮৭ রান করে সাজঘরে ফেরেন রোহিতও। সেট হয়েও উইকেট দিয়ে সেঞ্চুরি মাঠে ফেলে এলেন ‘হিটম্যান’। ৯ টা চার, ৩ টে ছয় আসল রোহিতের ইনিংসে। এরপর অধিনায়ক বিরাট(৪৩) এবং অম্বাতি রায়াডু(৪৭) ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। বিরাট, রায়াডু আউট হওয়ায় একটা সময় ৩০০ রান তোলাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কেদার যাদব(২২*), মহেন্দ্র সিংহ ধোনি(৪৮*) শেষের দিকে প্রায় ঝড় তুলে ভারতকে ৩২৪/৪ রানের পাহাড়ে পৌঁছে দেন। শেষ ওভারে আসে ২১ রান। কিউয়িদের হয়ে লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট দু’টি করে উইকেট নেন।
৩২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারেই ওপেনার মার্টিন গাপ্টিলকে(১৫) হারায় কিউয়িরা। অধিনায়ক কেন উইলিয়ামসন(২০) ক্রিজে এসে আক্রমণাত্মক খেলতে গিয়ে মহম্মদ শামির বলে উইকেট খুইয়ে সাজঘরে ফেরেন।
কলিন মুৃনরো(৩১), রস টেলর(২২), টম লাথাম(৩৪), হেনরি নিকোলস(২৮) ক্রিজে থিতু হয়েও বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ সিরিজে প্রথম সুযোগ পাওয়া কলিন ডি গ্র্যাণ্ডহোম(৩)। ১৬৬ রানে ৮ উইকেট হারিয়ে কিউয়িরা যখন একেবারে হারের মুখে, তখন কিছুটা লড়াই করলেন বোলিং অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল। ৫টা চার, ৩টে ছয় সহ ৫৭ রানের মারকাটারি ইনিংস খেলে ব্রেসওয়েল যখন আউট হলেন তখন কিউয়িদের রান ৯ উইকেটে ২২৪। শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৯০ রান দূরে ২৩৪ রানে থামল নিউজিল্যান্ডের ইনিংস।
৭০তম প্রজাতন্ত্র দিবসে মাউন্ট মঙ্গনুই বে ওভালে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত। পুরো ম্যাচ জুড়ে ভারতীয় দেশাত্মবোধক গানে ক্রিকেটারদের উজ্জীবিত করছিলেন তাঁরা। এ দিন বে ওভালে মোট দর্শকের ৬৫ শতাংশই ছিল ভারতীয় সমর্থক।
৮৭ রানের ধামাকাদার ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সিরিজের তৃতীয় ম্যাচ এই মাঠেই আগামী ২৮ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় শুরু হচ্ছে। ওই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে কোহলি ব্রিগেড।