হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী

0
501

আত্মজিৎ চক্রবর্তী‌, হাবড়া: উত্তর ২৪পরগনার হাবড়া থানার পুলিশ শনিবার গভীর রাতে কুমড়া পঞ্চায়েতের টুনিঘাটা মোড় এলাকা থেকে জগদিশ মণ্ডল নামে (৫২) এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, টুনিঘাটা এলাকার বাসিন্দা জগদিশ মণ্ডল অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এদিন গভীর রাতে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত কে আটক করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি ও একটি আগ্নেয় অস্ত্র । ধৃত জগদীশ মন্ডল এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে অভিযোগ৷ অভিযুক্তকে রবিবার বারাসত আদালতে পাঠানো হয়। দেখুন ভিডিও:

Previous articleফের দল পরিবর্তন এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বনগাঁর রতন
Next articleDaily Horoscope: আপনার দিন কেমন যাবে? জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here